BRAKING NEWS

এবারও সেমি-তে নকআউট উদয়পুর মানিকের বোলিংয়ে বিশালগড় ফাইনালে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। এবার কিন্তু বিশালগড় ফাইনালে। অনূর্ধ্ব ১৩ রাজ্য আসরে সেমিফাইনালে হেরে ছিটকে যেতে হয়েছিল বিশালগড়কে যে সদর বি-র কাছে পরাজিত হয়ে। মুখ্যত এবারের অনূর্ধ্ব ১৫ রাজ্য ক্রিকেটে বিশালগড় কে সেই সদর বি-র সঙ্গে ফাইনালে মুখোমুখি হতে হবে। রবিবার দ্বিতীয় সেমি ফাইনাল ৬ উইকেটে উদয়পুর কে হারিয়ে বিশালগড় ফাইনালে খেলার ছাড়পত্র ছিনিয়ে নিয়েছে। এদিকে উদয়পুরের ভাগ্য এতটাই মন্দ যে অনূর্ধ্ব ১৩ রাজ্য আসরের পর অনূর্ধ্ব ১৫ রাজ্য আসরেও উদয়পুরকে সেই সেমিফাইনালের লড়াইয়ে হেরে ফাইনালের স্বপ্ন অধরা রেখে ঘরে ফিরতে হচ্ছে। টি আই টি গ্রাউন্ডে রবিবার সকালে ম্যাচ শুরুতে টস জিতে বিশালগড় প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় এবং উদয়পুরকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। মুখ্যত তিন বোলার মানিক আহমেদ, মৃন্ময় ভৌমিক ও লিটন দাসের দাপুটে বোলিং উদয়পুর কে ব্যাট হাতে বেশিদূর এগোতে দেয়নি। ৪১.৫ ওভার খেলে উদয়পুর ৯১ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে অধিনায়ক সানিত সাহার ৩৬ রান এবং কৃষাণ দাসের ১৮ রান উল্লেখযোগ্য। বিশালগড়ের মানিক আহমেদ চার রানে চারটি উইকেট তুলে নিয়ে উদয়পুর কে অল্প রানে থামানোর পাশাপাশি প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও ছিনিয়ে নেয়। এছাড়া, মিন্ময় ভৌমিক ও লিটন দাস দুটি করে উইকেট পেয়েছে। ‌ পাল্টা ব্যাট করতে নেমে বিশালগড় বিশেষ করে সৌরভ সূত্রধরের প্রশস্ত ব্যাটে ভর করে ২৭.২ ওভার খেলে ৪ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়। ‌ সৌরভ ৮৫ বল খেলে ছয়টি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৪৮ রান সংগ্রহ করে দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দেয়। ‌ রিজওয়ান আলমের ১৩ রান উল্লেখ করার মতো। তবে পঞ্চম উইকেটের জুটিতে আরিস মজুমদার ও নয়ন দেবনাথ দলকে জয়ের লক্ষ্যে পৌঁছায়। উদয়পুরের সন্দীপ শীল, শ্রীমন দেবনাথ ও ইসমাইল চৌধুরী প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *