নয়াদিল্লি, ২১ এপ্রিল (হি.স.): সিভিল সার্ভিসেস দিবসে দেশের সমস্ত সিভিল সার্ভেন্টদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্তরের অন্তঃস্থল থেকে তাঁদের শুভ কামনা জানিয়ে প্রধানমন্ত্রী মোদী রবিবার এক্স হ্যান্ডেলে লিখেছেন, দেশের সেবায় সিভিল সার্ভেন্টদের অঙ্গীকার ও নিরলস পরিশ্রম প্রশংসনীয়।
প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডেলে লিখেছেন, “সিভিল সার্ভিস দিবসে সকল সিভিল সার্ভেন্টদের আন্তরিক শুভেচ্ছা। আমাদের দেশের সেবায় তাঁদের অঙ্গীকার ও নিরলস পরিশ্রম প্রশংসনীয়। তাঁরা শাসনব্যবস্থা ও জনকল্যাণকে এগিয়ে নিয়ে যেতে অগ্রণী ভূমিকা পালন করেন। তাঁরা নীতি বাস্তবায়ন, চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে এবং সামাজিক পরিবর্তন চালনার ক্ষেত্রেও অগ্রণী।”