রায়পুর, ২১ এপ্রিল (হি.স.) : বেকারত্ব এবং মুদ্রাস্ফীতি ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা। তিনি রবিবার ছত্তিশগড়ে নির্বাচনী সভায় ভাষণ দেন। ভাষণে প্রিয়াঙ্কা বেকারত্ব এবং মুদ্রাস্ফীতি ইস্যুতে কেন্দ্রকে নিশানার পাশাপাশি ছত্তিশগড় এর রাজ্য সরকারকে তীব্রভাবে নিশানা করেন। তিনি এদিন ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্বাচন উপলক্ষে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখুন। দেশের ভবিষ্যৎ-এর কী হবে এবং আপনাদের পরিশ্রম ও সংগ্রামের কথা কি আদৌও শোনা হচ্ছে।
তিনি বলেন, ৪৫ বছরে ছত্তিশগড়ে বেকারত্ব চরমে পৌঁছেছে, সেইসঙ্গে আজ আমরা জীবন নিয়ে সংগ্রাম করছি, আমরা টাকা রোজগার করছি ঠিকই কিন্তু মূল্যস্ফীতি অনেক বেশি বলে সঞ্চয় করতে পারছি না। তিনি আরও বলেন, বেকারত্ব বর্তমানে এতটাই বেড়েছে যে সেটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কৃষকরাও মূল্যস্ফীতির জন্য হিমশিম খাচ্ছেন। পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে। বিজেপি নেতারা বলছেন, আমাদের ৪০০টি আসন দিন, আমরা সংবিধান পরিবর্তন করব। কেন্দ্র কেন মুদ্রাস্ফীতি বন্ধ করেনি তা বিজেপিকে উত্তর দিতে হবে, সেইসঙ্গে তাদের এটাও জানাতে হবে যে কেন বেকারত্ব এখনও দূর হয়নি।