BRAKING NEWS

ফের বহি: রাজ্যে পাচারকালে গাঁজা সহ আটক চার

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২১ এপ্রিল: নির্বাচনের মুখে আবারো কল্যানপুরে  গাড়ি তল্লাশিতে গাঁজা সহ আটক বহি:রাজ্যের যুবক সহ চারজন। গাঁজা পাচার বানিজ্যর অন্যতম করিডোর খোয়াই -তেলিয়ামুড়া সড়কে আবারো সাফল্য পেল নির্বাচনের কাজে নিযুক্ত এসএসটি দল। শনিবার পড়ন্ত বেলায় কল্যানপুর ব্লক সংলগ্ন এলাকায় যাত্রীবাহী অটো তল্লাশিতে গাঁজার হদিস মেলে। উপস্থিত নিরাপত্তা কর্মীরা অটোতে থাকা চার যাত্রীকে আটক করে  স্হানীয় থানার পুলিশকে খবর দেয়।

সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছে এসএসটি দলের হাতে আটক বহি:রাজ্যের দুই যুবকসহ চার যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। বিস্তারিত খবর দিয়ে কল্যানপুর থানার ওসি ইন্সপেক্টর তাপস মালাকার জানায় নির্বাচনের মুখে অন্যান্য দিনের মতোই কল্যানপুর থানা এলাকার বিভিন্ন অস্হায়ী চেকপোস্টে পুলিশ ও এসএসটি দলের গাড়িতে তল্লাশি অভিযান জারি ছিল।

শনিবার বিকালে হঠাৎ খবর আসে খোয়াই-তেলিয়ামুড়া সড়কের কল্যানপুর ব্লক সংলগ্ন চেকপোস্টে টিআর০৬-৩৩৮৪ নম্বরের একটি অটো তল্লাশিতে সন্দেহ দেখা দেয়। অটোতে থাকা চার যাত্রীকে জিজ্ঞাসাবাদ চালালে তাদের কাছে থাকা গাঁজার হদিস মেলে। সাথে সাথেই  নিরাপত্তা বাহিনী তাদের থানায় নিয়ে আসে। পুলিশ তাদের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে এনডিপিএস ধারায় মামলা হাতে নেয়।
গ্রেপ্তারকৃতরা হলো সেলিম কুমার দেববর্মা(৩৫),  পিতা মনমোহন দেববর্মা, বাড়ি রতনপুর, খলিল উদ্দিন(৩৬), পিতা আকলাস উদ্দিন, বাড়ি পাতারকান্দি, রাতুল আলম(২৫) পিতা আব্দুল মালিক, বাড়ি পাথারকান্দি, পরিমল সরকার(৪১) (অটো চালক) পিতা করন সরকার বাড়ি ধলাবিল। তাদের কাছ থেকে শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। জানা গেছে পাচারকারীরা এদিন  দুপুরে খোয়াই রতনপুর এলাকা থেকে ব্যাগে করে গাঁজা নিয়ে এদিন সন্ধ্যার ট্রেনে বহিরাজ্যে পাচারের উদ্দেশ্যেই তেলিয়ামুড়া রেলওয়ে স্টেশনে যাওয়ার সময়ে চেকপোস্টে গ্রেপ্তার হয়। দীর্ঘদিন ধরেই খোয়াই তেলিয়ামুড়া সড়ক দিয়ে নিয়মিত গাঁজা পাচারের অভিযোগে রয়েছে।

সম্প্রতি এই চেকপোস্টেই প্রচুর পরিমাণে গাঁজা সহ আটজনকে গ্রেপ্তার করেছিল। শনিবার  কল্যানপুরে গাঁজা সমেত চারজনকে গ্রেপ্তারের পর তাদের জবানবন্দিতেই দীর্ঘদিনের অভিযোগের আবারো সত্যতা মিলেছে। ঘটনার প্রেক্ষিতে কল্যানপুর থানার পুলিশ এনডিপিএস ধারায় মামলা নথিভুক্ত করে তদন্তে নামছে বলে পুলিশ জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *