কাশীতে নির্মিত ধর্মশালার ভূমিপুজোয় অংশগ্রহণ নির্মলা সীতারামনের

বারাণসী, ২১ এপ্রিল (হি.স.) : কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন রবিবার কাশীতে নির্মিত ধর্মশালার ভূমিপুজোয় অংশগ্রহণ করেন। বারাণসী জেলার সিগরা এলাকায় অবস্থিত শ্রী কাশী নাটুকোট্টাই নগর ক্ষেত্রম ধর্মশালায় এই ভূমিপুজোর আয়োজন করা হয়েছিল। সানাই বাজিয়ে মন্ত্র উচ্চারণের মাধ্যমে এই ভূমিপুজো করা হয়। দক্ষিণ ভারতীয়দের জন্য মূলত এই ধর্মশালাটি তৈরি করা হয়। জানা গিয়েছে, এই ধর্মশালা তৈরিতে খরচ প্রায় ৪০ কোটি টাকা। এই ধর্মশালা তৈরির জন্য ভক্তরা তাঁদের ইচ্ছানুযায়ী দান করতে পারবেন। এই ধর্মশালায় ১৩৫টি ঘর থাকবে। দশতলা ধর্মশালায় হোস্টেল, আবাসন ও ব্যাঙ্কোয়েট হলও তৈরি করা হবে। প্রায় ৬৫ হাজার বর্গফুটের এই জমিটি বাবা বিশ্বনাথকে ফুল ও বেল পাতা দেওয়ার জন্য কেনা হয়েছিল। ধর্মশালা নির্মাণের ফলে কাশীতে আসা দক্ষিণ ভারতীয় পর্যটকদের জন্য ব্যাপক সুবিধা দেবে।