হামিরপুর, ২১ এপ্রিল (হি.স.): নির্বাচনে জেতার জন্য যে কোনও স্তরে যেতে পারে কংগ্রেস। তীব্র আক্রমণ করে বললেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। রবিবার হিমাচল প্রদেশের হামিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুরাগ ঠাকুর বলেছেন, “বিধানসভা নির্বাচনে রাজস্থান থেকে কংগ্রেসকে কীভাবে নিশ্চিহ্ন করা হয়েছিল তা সকলেই দেখেছেন। কারণ কংগ্রেস ক্ষমতায় আসার পর জনগণকে দেওয়া প্রতিশ্রুতি ভুলে গিয়েছিল। নির্বাচনে জেতার জন্য কংগ্রেস যে কোনও স্তরে যেতে পারে।”
অনুরাগ আরও বলেছেন, “রাহুল গান্ধী যখন উত্তর ভারতে প্রত্যাখ্যান হয়েছেন, তখন তিনি দক্ষিণ ভারতে গিয়েছেন এবং এসডিপিআই ও পিএফআই-এর মতো সংগঠনগুলির সমর্থন পান, যা দেশের বিরুদ্ধে একটি এজেন্ডা চালায়। রাহুল গান্ধী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তাদের সমর্থন নেন এবং তার দলে ”টুকড়ে টুকড়ে” গ্যাংয়ের লোকদেরও অন্তর্ভুক্ত করেন এবং এখন ভারতকে ভেঙে ফেলার কথা ভাবেন।”