সিউড়ি, ২১ এপ্রিল (হি. স.): একসঙ্গে প্রায় ৪০ জন তৃণমূল নেতা-কর্মীর নামে সিউড়ি থানায় অভিযোগ দায়ের করল বিজেপি।
বীরভূমের সিউড়ি ২ নম্বর ব্লক বিজেপির অভিযোগ, লোকসভা নির্বাচনের আগে একাধিক গ্রামে সন্ত্রাস চালানো হচ্ছে। আর এই সন্ত্রাস চালাচ্ছে তৃণমূলের দুষ্কৃতীরা। এনিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব বলেন, এই অভিযোগগুলি সম্পূর্ণ মিথ্যা। লোকসভা নির্বাচনের আগে তৃণমূলকে চাপে রাখার চেষ্টা করা হচ্ছে।