ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। চার জেলার চার দল সেমিফাইনালে খেলছে আগামীকাল। অনূর্ধ্ব ১৫ রাজ্য ক্রিকেটের আসর এখন অন্তিম পর্যায়ে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব ১৫ রাজ্য ক্রিকেটের দুটি সেমিফাইনাল ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে। পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে প্রথম সেমিফাইনালে সদর বি খেলবে গন্ডাছড়া মহকুমা দলের বিরুদ্ধে। একই সময়ে টিআইটি গ্রাউন্ডে দ্বিতীয় সেমিফাইনালে বিশালগড় ও উদয়পুর মহকুমা দল পরস্পরের মুখোমুখি হবে। বিজয়ী দুই দল আগামী ২৪ ও ২৫ এপ্রিল দুদিনের ফাইনাল ম্যাচে ইনিংসের খেলায় পরস্পরের মুখোমুখি হবে। উল্লেখ্য, গ্রূপ এ থেকে সদর বি এবং গ্রুপ ডি থেকে বিশালগড় অপরাজেয় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে প্রবেশ করেছে। গ্রুপ সি এবং ডি থেকে যথাক্রমে গন্ডাছড়া এবং উদয়পুর চার ম্যাচের মধ্যে তিনটি করে ম্যাচে জয়ী হলেও রান রেটে এগিয়ে থাকার সুবাদে গ্রুপ চ্যাম্পিয়নের খেতাব পেয়ে সেমিফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে। সেমিফাইনালে দক্ষতা এবং ক্রিকেট শৈলীর বিচারে কোনও দল কাউকে ছাড়তে নারাজ। ক্রিকেটপ্রেমীরা আগামীকাল পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে এবং টি আই টি মাঠে দুটো জমজমাট সেমিফাইনাল ম্যাচ দেখবে বলে অনুমান।
2024-04-20