আগরতলা, ১৮ এপ্রিল : কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড সিপাহীজলা ডিএম এবং এসপি অফিসের উল্টোদিকে ওরিয়েন ইংলিশ মিডিয়াম স্কুল বিস্তীর্ণ এলাকা। বৃহস্পতিবার ভোরে ঝড়-বৃষ্টির তাণ্ডবে বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর রাতে কালবৈশাখী তাণ্ডবে ধ্বংস বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুল।তাছাড়া, ঝড়-বৃষ্টির তাণ্ডবে বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে।বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে বহু এলাকায় দিশাহীন মানুষ।