কলকাতা, ১৮ এপ্রিল (হি.স.) : রাম নবমীর দিন হিংসার ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে চিঠি লিখেছেন। আনন্দ বোসকে চিঠিতে লেখা হয়েছে, বুধবার সন্ধ্যার পর থেকে রাম নবমীর মিছিলে কিছু এলাকায় অশান্তি দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যে এই ধরনের হিংসাত্মক কার্যকলাপের প্রচারের জন্য অভিযুক্ত করেছেন বিরোধী দলনেতা। বিরোধী দলনেতা তাঁর চিঠিতে লিখেছেন, বুধবার রাম নবমী উপলক্ষে মিছিল চলাকালীন যে হামলা হয়েছিল সে সম্পর্কে তিনি রাজ্যপালকে অবহিত করেছেন এবং আইনশৃঙ্খলা জোরদার করার জন্য আমি তাঁকে যত তাড়াতাড়ি সম্ভব হস্তক্ষেপ করার জন্য অনুরোধ করেছি। আপাতত, আগামী দিনে পুরো বিষয়টি এনআইএ তদন্ত করবে, যাতে পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যায়।
বিরোধী দলনেতার লেখা চিঠিটিতে যেখানে দাবি করা হয়েছে যে, বুধবার বিকেলে মুর্শিদাবাদের রেজিনগরের শক্তিপুরে রামনবমীর মিছিলকে টার্গেট করা হয়। বাড়ির ছাদ থেকে ইটবৃষ্টি করা হয়। এমনকি বোমাবাজি করা হয় বলেও অভিযোগ। এই ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে । এরপরেই এলাকা একেবারে রণক্ষেত্র আকার নেয়। শুরু হয় পালটা ইটবৃষ্টি। একেবারে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশের তরফে ব্যাপক লাঠিচার্জ করা হয়। এমনকি কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয় । জানা গিয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে যে, পূর্ব মেদিনীপুরের এগ্রাতে একই ধরনের হিংসার ঘটনা ছড়িয়ে পড়ে। মিছিলে অংশ নেওয়া পাঁচজন গুরুতর আহত হয়, যাদের পরে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ওই চিঠিতে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যদেরও অভিযুক্ত করা হয়েছে।
এই হিংসা বন্ধে কোনও চেষ্টাই করেনি বলে অভিযোগ পুলিশ সদস্যদের বিরুদ্ধে। বিরোধী দলের নেতা চিঠিতে অভিযোগ করেছেন যে এখনও পর্যন্ত এই পুরো বিষয়ে জেলা প্রশাসনের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া হয়নি বা মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুর থেকেও কোনও প্রতিক্রিয়া দেখা যায়নি। তা ছাড়া তৃণমূলের তরফেও এ নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।