নয়াদিল্লি, ১৭ এপ্রিল (হি.স.) : খুব অল্প সময়ের মধ্যে দেশ থেকে নকশালদের উৎখাত করব, বুধবার এই মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি এদিন ছত্তিশগড়ে নকশালদের বিরুদ্ধে সাফল্যকে কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারের সাফল্য বলে বর্ণনা করেছেন। তিনি আস্থা প্রকাশ করেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে খুব অল্প সময়ের মধ্যে দেশ থেকে নকশালবাদকে নির্মূল করা হবে। মঙ্গলবার ছত্তিশগড়ের কাঙ্কের জেলার অন্তর্গত হাপাটোলা জঙ্গলে নকশালদের সঙ্গে সংঘর্ষে নিরাপত্তা বাহিনী একটি বড় সাফল্য পেয়েছে। পুরস্কৃত নকশাল কমান্ডার সহ ২৯ জন নকশাল নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্রও উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।
এই ঘটনাকে নিরাপত্তা বাহিনীর জন্য একটি বড় সাফল্য বলে বর্ণনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার দিল্লিতে একটি বিবৃতি দিয়েছেন। এই বিবৃতিতে তিনি বলেছেন যে মোদী সরকার দেশ থেকে নকশালবাদ এবং সন্ত্রাসবাদকে বিনাশ করার জন্য অবিরাম প্রচার চালাচ্ছে। ছত্তিশগড়ে বিজেপি সরকার গঠনের পর এই প্রচারে গতি এসেছে। নকশাল এলাকায় নিরাপত্তা বাহিনীর ক্যাম্প স্থাপন করা হচ্ছে। নকশালদের বিরুদ্ধে অভিযানে ছত্তিশগড় পুলিশও সাহায্য করছে বলেও তিনি এদিন উল্লেখ করেন।

