ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। নির্ণায়ক ম্যাচে ব্লাড মাউথ জয়ী। তাও ১৯২ রানের বিশাল ব্যবধানে। তরুণ সংঘের মতো শক্তিশালী দলকে হারিয়ে। উল্লেখিত এই জয়ের সুবাদে ব্লাড মাউথ মূলতঃ সিনিয়র মহিলাদের ৫০ ওভারের ক্রিকেট টুর্নামেন্টে এ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়নের শিরোপা পেয়ে সেমিফাইনালে খেলার ছাড়পত্র ছিনিয়ে নিয়েছে। মঙ্গলবারে মেলাঘরে শহীদ কাজল স্মৃতি ময়দানে গুরুত্বপূর্ণ ম্যাচে ব্ল্যাকমাউথ ক্লাব ১৯২ রানের ব্যবধানে পরাজিত করেছে। সকালে ম্যাচ শুরুতে টস জিতে ব্লাড মাউথ প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত পঞ্চাশ ওভারে ছয় উইকেট হারিয়ে ২৮২ রান সংগ্রহ করে। পাল্টা ব্যাট করতে নেমে তরুণ সংঘের ইনিংস গুটিয়ে যায় ৯০ রানে। অন্তরা দাসের ৩৯ রান এবং অনামিকা দাসের ৩৪ রান উল্লেখযোগ্য। পূজা পাল ৫২ বল খেলে বারোটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৯৭ রাম সংগ্রহ করে মাত্র তিন রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করে অপরাজিত ভূমিকায় পেভেলিয়নে ফিরে। তরুণ সংঘের পুষ্পা সিনহা দুটি উইকেট পেয়েছিল। জবাবে ব্যাট করতে নেমে তরুণ সংঘের ব্যাটার্সরা ব্লাডমাউথের অন্বেষা, অন্তরাদের বোলিং দাপটে তরুণ সংঘ তেমন ব্যাটিং নৈপুণ্য দেখাতে পারে নি। অন্বেষা দাস ২৩ রানে চারটি উইকেট দখল করে প্লেয়ার অফ দ্যা ম্যাচের স্বীকৃতি পেয়েছে। অন্তরা দাস পেয়েছে দুটি উইকেট।
2024-04-16