ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। মহিলা ক্রিকেটের লিগ পর্যায়ের শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল। দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে কোন্ দল নির্ধারণ মঙ্গলবার। ‘ডু অর ডাই’ ম্যাচে মুখোমুখি হবে তরুণ সঙ্ঘ এবং ব্লাডমাউথ ক্লাব। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র মহিলাদের আমন্ত্রণমূলক সীমিত ওভারের ক্রিকেটে। মেলাঘরের শহীদ কাজল ময়দানে হবে ম্যাচটি। আপাতত ৪ ম্যাচ খেলে তরুণ সঙ্ঘের পয়েন্ট ১৪ এবং ব্লাডমাউথের পয়েন্ট ১২। ফলে যে দলই মঙ্গলবার জয় পাবে সেই দলই সেমিফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করে নেবে। ৫ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে রান রেটে সবার আগে রয়েছে জুটমিল কোচিং সেন্টার। দুদলই সোমবার শেষ প্রস্তুতি সেরে নেয়। তরুণ সঙ্ঘের বিরুদ্ধে কিছুটা হলেও এগিয়ে থেকে মাঠে নামবে ব্লাডমাউথ। এদিকে তালতলা মাঠে ‘বি’ গ্রুপে শীর্ষে থাকার লক্ষ্য নিয়ে মাঠে নামবে এ ডি নগর। প্রতিপক্ষ দুর্বল নিউ প্লে সেন্টার।
2024-04-15

