লোকসভা নির্বাচনে রাষ্ট্রনির্মানের স্বার্থে নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করতে হবে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৫ এপ্রিল: লোকসভা নির্বাচনে রাষ্ট্রনির্মানের স্বার্থে নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করতে হবে। আজ কুমারঘাটে পিডাব্লিউডি ময়দানে একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। ওই জনসভায় সিপিএমের বিরুদ্ধে সুর চড়ালেন তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ। তাঁর কটাক্ষ, লোকসভা নির্বাচনে কমিউনিস্টদের যোগ জবাব দেবেন রাজ্যবাসী।

এদিন শ্রী সাহা বলেন, আসন্ন লোকসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এই নির্বাচন নরেন্দ্র মোদীর গ্যারান্টির নির্বাচন।তাঁর দাবি, লোকসভা নির্বাচনে বিজেপির জয় এখন শুধু সময়ের অপেক্ষা। ত্রিপুরার দুটি লোকসভা আসনে বিপুল ভোটে জয়লাভ করবেন বিজেপির মনোনীত প্রার্থীরা দৃঢ় প্রত্যয়ের সুরে বলেন তিনি।

এদিনের জনসভায় তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ বলেন, ত্রিপুরার দুটি লোকসভা আসনে বিপুল ভোটে জয়লাভ করে নরেন্দ্র মোদীকে উপহার দেওয়া হবে।

তাঁর কটাক্ষ, ব্রু শরনার্থীদের সমস্যার দুই মাসের মধ্যে সমাধান করেছেন অমিত শাহ। যা বিগত ২৫ বছরে কমিউনিস্টের শাসনকালে সম্ভব হয়নি। রাজ্যে জনজাতিদের উন্নয়নের পেছনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অন্যতম কারণ।

তাঁর দাবি, ত্রিপুরায় কমিউনিস্টরা দিনের পর দিন ইতিহাস বিকৃত করে চলেছে।নির্বাচনে কমিউনিস্টদের যোগ জবাব দেবে রাজ্যবাসী।