নয়াদিল্লি, ১৫ এপ্রিল (হি.স.) : কংগ্রেস নেতা কানাইয়া কুমারের দিল্লি থেকে নির্বাচনে লড়াই করা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন উত্তর-পূর্ব দিল্লি কেন্দ্রের বিজেপি সাংসদ এবং লোকসভা প্রার্থী মনোজ তিওয়ারি। তাঁকে সোমবার কানাইয়া কুমারের কংগ্রেসে দিল্লি থেকে টিকিট পাওয়া নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, গণতন্ত্রে যে কাউকে স্বাগত, টুকরে টুকরে গ্যাংয়ের নেতৃত্ব দেওয়ার জন্য একজন এসে গিয়েছেন। এব্যাপারে কংগ্রেসের নিজস্ব মানসিকতা রয়েছে। তিনি বলেন, আমি বিশ্বাস করি যে কানাইয়া কুমার ৪০ দিনের সফরে রাজনীতিতে এসেছেন এবং এসময়ে তিনি দেখতে পাবেন প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে মনোজ তিওয়ারি ১৪,৬০০ কোটি টাকার কী কী কাজ করেছেন।
উল্লেখ্য, কংগ্রেস নেতা কানহাইয়া কুমার এবারের লোকসভা ভোটে দিল্লি থেকে লড়াই করবেন। রাজধানীর উত্তর পূর্ব আসনে তাঁকে প্রার্থী করার কথা ঘোষণা করেছে কংগ্রেস হাইকমান্ড। ওই আসনে এবার দাঁড়িয়েছেন বিজেপি প্রার্থী মনোজ তিওয়ারি। ফলে রাজধানীর ওই আসনে এবার লড়াই হতে চলেছে বিহারের দুই হেভিওয়েট নেতার। বিহারের ভোজপুরের বাসিন্দা তথা ভোজপুরি সিনেমার নায়ক মনোজ দীর্ঘদিন দিল্লি বিজেপির সভাপতি ছিলেন। অন্যদিকে, কানহাইয়া কুমারের জন্ম ও বেড়ে ওঠা বিহারের বেগুসরাইতে।