নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৫ এপ্রিল: নির্বাচন কমিশন নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিলেও উত্তর ত্রিপুরা জেলায় বিরোধীদের প্রচারে নানাভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে বলে গুরুত্ব অভিযোগ করে নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশন প্রদান করা হয়েছে। ইন্ডিয়া জোটের পক্ষ থেকে মুখ্য নির্বাচন কমিশনের উদ্দেশ্যে ডেপুটেশন দেওয়া হল উত্তর জেলায়।
পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াঙ এর সমর্থনে উত্তর ত্রিপুরা চ্যাপ্টারের নেতা কর্মীরা বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার করতে গিয়ে বিজেপির দ্বারা সভা করতে প্রতিকূলতার সৃষ্টি করা হচ্ছে। এই প্রতিকূলতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সোমবার মুখ্য নির্বাচন কমিশনের উদ্দেশ্যে ইন্ডিয়া জোটের পক্ষে উত্তর ত্রিপুরা বামফ্রন্টের সাধারণ সম্পাদক অমিতাভ দত্ত, জাতীয় কংগ্রেস দলের রাজ্য সম্পাদক চয়ন ভট্টাচার্য এবং যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের বিধায়কের উপস্থিতিতে এই ডেপুটেশন দেওয়া হয়।
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী জিরো ভায়োলেন্স যে জারি করা হয়েছে তা উত্তর জেলায় সংরক্ষিত হচ্ছে না। ধর্মনগর পানিসাগর এবং যুবরাজ নগরে ইন্ডিয়া জোটের পক্ষে সভা করতে গেলেই বিজেপির আশ্রিত সমর্থকদের দ্বারা আক্রান্ত হতে হচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী প্রতিটা সভায় ভিডিওগ্রাফি করার কথা তাদের জানা নেই ইন্ডিয়া জোটের পক্ষে কেন ভিডিওগ্রাফি হচ্ছে না বা হলেও তা দেখে নির্বাচন কমিশন কেন উপযুক্ত আদেশ প্রদান করতে পারছে না। তাই আসন্ন নির্বাচনকে স্বচ্ছ ও নিরাপত্তা দিয়ে যাতে করা যায় তার জন্য উত্তর জেলা চ্যাপ্টারের ইন্ডিয়া জোটের পক্ষ থেকে মুখ্য নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে এই ডেপুলেশন প্রদান করা হয়।

