দেশে নয়, কংগ্রেসের অন্তরে হিংসার আগুন জ্বলছে : প্রধানমন্ত্রী

হোসাঙ্গাবাদ, ১৪ এপ্রিল (হি.স.): কংগ্রেসের বিরুদ্ধে ফের সমালোচনায় সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদের নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “এখন কংগ্রেসের শাহী পরিবার হুমকি দিচ্ছে, মোদী তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হলে দেশে আগুন লেগে যাবে। আগুন দেশে নয়, তাঁদের অন্তরে হিংসার আগুন জ্বলছে। এই ঈর্ষা কংগ্রেসের হৃদয়-মনে এতটাই তীব্র যে তাঁরা ভিতর থেকে পুড়ছে।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “৫০ বছর আগে তাঁর ঠাকুমা ঘোষণা করেছিলেন, দেশ থেকে দারিদ্র্য দূর করার। ২০১৪ সালের আগে পর্যন্ত তাঁরা রিমোটের মাধ্যমে সরকার চালাত। কংগ্রেস সারাদেশে হাসির পাত্রে পরিণত হয়েছে।” প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “হতাশ কংগ্রেস এমন ঘোষণা করছে, যা খোদ কংগ্রেস নেতারাও বুঝতে পারছেন না। কংগ্রেসের শেহজাদা ঘোষণা করেছেন, তিনি এক লহমায় দেশ থেকে দারিদ্র্য দূর করে দেবেন। যা শুনে অবাক গোটা দেশ। এত বছর এই শাহী জাদুকর কোথায় লুকিয়ে ছিলেন, সেই প্রশ্ন করছে দেশ।”