নয়াদিল্লি, ১৪ এপ্রিল (হি.স.): ভারতীয় জনতা পার্টির নির্বাচনী ইস্তেহারকে ”জুমলা” বলে কটাক্ষ করলেন দিল্লির মন্ত্রী তথা এএপি নেত্রী অতিশী। রবিবার বিজেপির ”সংকল্প পত্র”-র সমালোচনা করে অতিশী বলেছেন, “বিজেপি গোটা দেশকে ‘জুমলা পত্র’ দিয়েছে। ১০ বছর সরকার চালানোর পরেও তাঁরা নিজেদের একটি প্রতিশ্রুতিও পূরণ করতে পারেনি।”
অতিশী আরও বলেছেন, “বিজেপি যুবকদের প্রতিশ্রুতি দিয়েছিল, প্রতি বছর ২ কোটি চাকরি দেওয়া হবে। কিন্তু এখন দেশের বেকারত্বের পরিসংখ্যান এই দেশের ইতিহাসে সবচেয়ে বেশি… সারা দেশে আয়ুষ্মান ভারতে যে পরিমাণ খরচ হয়েছে তা দিল্লির স্বাস্থ্য বাজেটের চেয়ে কম। দিল্লিতে স্বাস্থ্য বাজেট ৯০০০ কোটি, অতচ সারা দেশে আয়ুষ্মান ভারতে মাত্র ৮০০০ কোটি টাকা খরচ হয়েছে।”

