নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল: টমটমের ব্যাটারী চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা খেলো এক যুবক। তাকে উত্তম মধ্যম দিয়ে বটতলা ফাঁড়ি থানার পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা।
ঘটনার বিবরনে জানা যায়, টমটম চালক বটতলা বীজ সংলগ্ন এলাকায় টমটমটিকে রেখে নিজস্ব কাজে গেছিল। তখনই ওই যুবক টমটমের ব্যাটারি চুরি করতে আসে বলে অভিযোগ।
এদিকে টমটমের মালিক এসে এই ঘটনা দেখতে পেয়ে ওই যুবককে আটক করেছে। তার কাছ থেকে ব্রাউন সুগারের বেশ কয়েকটি কৌটা উদ্ধার হয়েছে। সঙ্গে নেশায় সিরিঞ্জও উদ্ধার করেছে স্থানীয়রা। তাকে উত্তম মধ্যম দিয়ে বটতলা ফাঁড়ি পুলিশের হাতে তুলে দেয়। মূলত নেশার টাকা জোগাড় করতেই এই ধরনের কান্ড সে সংঘটিত করেছে বলে দাবি স্থানীয়দের।

