নিখোঁজ ছেলেকে খুঁজে পেতে দিশেহারা পরিবার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ এপ্রিল: দীর্ঘ ৬ মাস ধরে নিখোঁজ ছেলেকে খুঁজে পাওয়ার জন্য সংবাদ মাধ্যমের দ্বারস্থ হলেন পিতা। নিখোঁজ ছেলের নাম সুমন মিয়া(২৪)। ছেলেটির বাড়ি রাজনগর পিয়ারবাড়ি থানাধীন দক্ষিণ রাঙ্গামুড়া এলাকায়।

জানা যায় আজ থেকে প্রায় ছয় মাস আগে রাজনগর পিয়ারবাড়ি থানার দক্ষিণ রাঙ্গামুড়া আব্দুল আজিদ এর ছেলে সুমন মিয়া কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। বাড়ি থেকে বের হওয়ার পর তার পরিবারের লোকজন তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে সে বলে,সে নাকি উদয়পুর রয়েছে এবং সে উদয়পুর থেকে দিল্লি চলে যাবে। এই পর্যন্ত ছিল তার সাথে মোবাইলে শেষ কথা।

কিন্তু আজকে ছয় মাস ধরে, সুমন মিয়ার কোন খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। এদিকে তার মোবাইল নম্বর সুইচ অফ,বাড়ির লোক তার সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে,কিন্তু কোন মতে তার সাথে যোগাযোগ করা যাচ্ছে না। তার ব্যবহৃত বিভিন্ন সামাজিক মাধ্যমেও তার সাথে যোগাযোগ করা যাচ্ছেনা। সবকিছু বন্ধ রয়েছে।

এদিকে তার পরিবারের লোকজন সমস্ত আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজখবর নিয়েও কোন সন্ধান পাচ্ছে না। নিখোঁজ ডায়েরি করার পরেও কোন সন্ধান পাওয়া যাচ্ছে না তার।অবশেষে বাধ্য হয়ে শনিবার সংবাদ মাধ্যমের দ্বারস্থ নিখোঁজ ছেলেকে খুঁজে দেওয়ার আর্জি জানান তিনি।