BRAKING NEWS

এক লহমায় হিন্দুস্তান থেকে দারিদ্র দূর করবে কংগ্রেস : রাহুল গান্ধী

বস্তার, ১৩ এপ্রিল (হি.স.): এক লহমায় হিন্দুস্তান থেকে দারিদ্র দূর করবে কংগ্রেস। বড়সড় দাবি করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শনিবার ছত্তিশগড়ের বস্তারে এক নির্বাচনী জনসভায় রাহুল গান্ধী বলেছেন, “আমরা আপনাদের জীবন বদলাতে চাই, আমরা আপনাদের সাহায্য করতে চাই। নরেন্দ্র মোদী যদি কোটিপতিদের টাকা দিতে পারেন, কংগ্রেস সেই টাকা গরিবদের দিতে পারে। আর তাই আমরা একটি নতুন নীতি নিয়ে আসছি, ‘মহালক্ষ্মী’, যা বাস্তবায়ন করা হবে। আমরা নির্বাচনে জয়ী হওয়ার পরপরই… দারিদ্র্য সীমার নীচে (বিপিএল) থাকা, আমরা প্রতিটি পরিবারে একজন মহিলাকে নির্বাচন করব এবং আমাদের সরকার মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে ৮,৫০০ টাকা দেবে এবং এক বছরে আমরা মহিলাদের জন্য ১ লক্ষ টাকা দেব। এক লহমায় হিন্দুস্তান থেকে দারিদ্র দূর করবে কংগ্রেস।

রাহুল গান্ধী এদিন আরও বলেছেন, “আপনারা এটা জানলে অবাক হবেন, দেশের ৭০ কোটি মানুষের মতো, দেশের ২২ জনের কাছে পর্যাপ্ত সম্পদ রয়েছে। প্রধানমন্ত্রী মোদী সারা দিন সেই ২২ জনকে সাহায্য করেন। বেকারত্ব ছড়িয়ে পড়ছে, প্রতিটি রাজ্যে লোকজন আপনাদের বলবে যে প্রধান বিষয়গুলি হল বেকারত্ব, মুদ্রাস্ফীতি। আপনারা কী কখনও দেখেছেন বেকারত্ব, মুদ্রাস্ফীতি নিয়ে কথা বলছে মিডিয়া, মোদী কখন বিমানে উঠছেন, সমুদ্রের গভীরে যাচ্ছেন, মন্দিরে প্রার্থনা করছেন, তাই দেখাবে মিডিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *