চেন্নাই, ১২ এপ্রিল (হি. স.) : আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের সচেতন করতে এক অভিনব উদ্যোগ নিলো জাতীয় নির্বাচন কমিশন।
শুক্রবার নির্বাচন কমিশনের তরফে সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা গেছে, একদল স্কুবা ডাইভার ভোটারদের সচেতন করতে চেন্নাইয়ের সমুদ্রে ঝাঁপ দিচ্ছেন। লোকসভা নির্বাচনের ভোটদান সম্পর্কে সচেতনতা তৈরি করতে ডুবুরিরা সমুদ্রে ডুব দিয়ে ৬০ ফুট জলের নীচে গিয়ে ভোট প্রক্রিয়া চালান। ভোটদানে সচেতন করতে নির্বাচন কমিশনের এই উদ্যোগকে প্রশংসা করেছেন নেটিজেনরা।