ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। নিয়ম রক্ষার ম্যাচে লাল বাহাদুর ব্যয়ামাগার জয়ী হয়েছে। হারিয়েছে চাম্পামুড়া কোচিং সেন্টার কে। চার উইকেটের ব্যবধানে। খেলা ছিল টিসিএ আয়োজিত সিনিয়র মহিলাদের আমন্ত্রণ মূলক ৫০ ওভারের ক্রিকেট টুর্নামেন্ট। গ্রুপ লীগ পর্যায়ের খেলায় বামুটিয়ার তালতলা স্কুল গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে সকালে টস জিতে চাম্পামুড়া কোচিং সেন্টার প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় ৪০.৩ ওভার খেলে ১১৩ রানে ইনিংস শেষ করে। দলের পক্ষে অধিনায়ক গিয়া মন্ডলের ২০ রান ও উইকেট রক্ষক দীপিকা দেবের ২০ রান উল্লেখ করার মতো। লাল বাহাদুর ব্যয়ামাগারের মমিতা নোয়াতিয়া ২৪ রানে চারটি উইকেট তুলে নিয়ে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও উপায়। এছাড়া রিফু দেববর্মা ও নিশিকা দেববর্মা দুটি করে এবং এলিজা দেববর্মা ও রেবিকা নোয়াতিয়া একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে লাল বাহাদুর ব্যয়ামাগার ২২ ওভার খেলে ছয় উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে অধিনায়ক প্রিয়াঙ্কা নোয়াতিয়া ২৬ রান এবং রেশমি নোয়াতিয়ার অপরাজিত ২৬ রান উল্লেখযোগ্য। রিফু দেববর্মাও অপরাজিত থেকে ২০ রান পায়। চাম্পামুড়া কোচিং সেন্টারের পূজা দাস চারটি এবং রিমসা কর্মকার দুটি উইকেট পেয়েছিল।
2024-04-12

