ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। লড়াই হলো জমজমাট। তবে আখেরে বাজিমাত করে দিলো কসমোপলিটন ক্লাব। টি ২০ ক্রিকেটে শুক্রবার পিটিএ মাঠে ঘটলো এই ঘটনা। ম্যাচে কসমো দল ৭ রানের ব্যবধানে হারিয়ে দিলো ইউনাইটেড ফ্রেন্ডসকে। টস জিতে কসমোপলিটন শিবির প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে সংগ্রহ করে ১৮৬ রান। ব্যাটে দলের পক্ষে শ্রুজন অথওলে ৫৮ বলে দুর্দান্ত মেজাজে ৯০ রান করেন। এছাড়া সম্রাট সিনহা ৫৫, বিক্রম দেবনাথ ১৭,বাবুল দে ১৬ রান করে। বলে ইউনাইটেড ফ্রেন্ডসের তরফে অভিজিৎ সরকার দুটি এবং একটি করে উইকেট নেয় প্রিন্স রানা ও তেজস্বী জসওয়ালরা। পাল্টা খেলতে নেমে ইউনাইটেড ফ্রেন্ডস দল নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৮ রানই করতে সক্ষম হলেন। ব্যাটে দলের হয়ে অভিজিৎ সরকার ৪৩ রান করেন।এছাড়া সেন্টু সরকার ৩৭,অঙ্কিত প্রতাপ সিং ২৩, প্রিন্স ১৮, সৌরূপ পাল ১৫, হৃত্বিক শ্রীবাস্তব ১০ রান করলে ও তা দলের পরাজয় রুখতে পারলো না। বল হাতে কসমোর তরফে বিক্রম দেবনাথ ৩টি, শংকর পাল ২ টি এবং একটি করে উইকেট ভাগ করে নেয় ধনবীর সিং, আয়ুশ চোহানরা। শ্রুজন পেয়েছে প্লেয়ার অফ দা ম্যাচের খেতাব।
একই মাঠে দিনের অপর খেলায় টস জিতে পোলস্টার প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে ১৭ ওভারে ৮২ রানে ইনিংস শেষ করলে, জবাবে জেসিসি ১০.১ ওভারে এক উইকেট হারিয়েই জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের ইন্দ্রজিত দেবনাথ নয় রানে চারটি উইকেট দখল করে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব পেয়েছে। এছাড়া হিমাংশু সিং এর ৩৩ রান ও পল্লব দাসের ৩১ রান দলের জয়ের জন্য অনেকটা কাজে এসেছে।

