হিমাচল প্রদেশে লোকসভার পাশাপাশি উপনির্বাচনেও বিশাল ব্যবধানে বিজেপি জয়লাভ করবে: অনুরাগ ঠাকুর

নয়াদিল্লি, ১১ এপ্রিল (হি.স.) : হিমাচল প্রদেশে লোকসভার পাশাপাশি উপনির্বাচনেও বিশাল ব্যবধানে বিজেপি জয়লাভ করবে, এই মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। তিনি বৃহস্পতিবার হিমাচল প্রদেশ সফরের তৃতীয় দিনে হামিরপুরের গান্ধী চকে একটি বিশাল জনসভায় ভাষণ দেন। সেখানেই তিনি একথা বলেন।

তিনি এদিন আরও বলেন, রাজস্থান এবং ছত্তিশগড়ে কংগ্রেস সরকার গঠিত হয়নি কারণ সেখানে এই দল একটি প্রতিশ্রুতিও পূরণ করেনি। দেশের মধ্যে মহিলাদের ওপর হিংসার ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে রাজস্থানে। ছত্তিশগড়ে শুধু মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যরাই সরকারি চাকরি পেতেন বলেও তিনি তোপ দাগেন।

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর আরও বলেন, গত ১০ বছরে মোদী সরকার ২৫ কোটি মানুষকে দারিদ্র্যসীমা থেকে বের করে এনেছেন। ৪ কোটি স্থায়ী বাড়ি, ১২ কোটি শৌচালয়, ১৩ কোটি মানুষকে কলের জল, ১১টি মা-বোনকে এলপিজি সংযোগ দেওয়া হয়েছে। ৮১ কোটি মানুষকে বিনামূল্যে খাদ্যশস্য এবং ৬০ কোটি মানুষকে বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা প্রদান করেছে মোদী সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *