BRAKING NEWS

কংগ্রেস সরকার গঠন করলে ৩০ লক্ষ সরকারি চাকরি দেওয়া হবে : রাহুল গান্ধী

বিকানের, ১১ এপ্রিল (হি.স.) : কংগ্রেস সরকার গঠন করলে ৩০ লক্ষ সরকারি চাকরি দেওয়া হবে, বৃহস্পতিবার রাজস্থানের অনুপগড়ে আয়োজিত একটি নির্বাচনী জনসভা থেকে এই মন্তব্য করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি এদিন আরও বলেন, কংগ্রেস কেন্দ্রে ক্ষমতায় এলে সরকার ও পিএসইউতে ঠিকাদারি ব্যবস্থা বন্ধ করা হবে। সেইসঙ্গে সরকারি প্রতিষ্ঠানে কর্মরতদের স্থায়ী চাকরিও দেওয়া হবে।

বিকানের লোকসভা আসন থেকে কংগ্রেস প্রার্থী গোবিন্দরাম মেঘওয়ালের সমর্থনে বৃহস্পতিবার রাজস্থানের অনুপগড়ে রাহুল একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেন। তিনি বলেন, আমাদের সরকার ক্ষমতায় এলে আমরা কৃষকদের জন্য ন্যূনতম সমর্থন মূল্যের আইন বাস্তবায়ন করব। নরেন্দ্র মোদী যদি শিল্পপতিদের ঋণ মকুফ করতে পারেন তাহলে কংগ্রেস কৃষকদের ঋণ মকুব করে একই কাজ করবে।

রাহুল গান্ধী এদিন আরও বলেন যে মোদী যে অর্থ বিলিয়নিয়ারদের দিয়েছেন, নির্বাচনে জয়ী হওয়ার পরে আমরা তা দরিদ্র, অনগ্রসর শ্রেণী, আদিবাসী এবং দলিতদের দেব। লোকেরা বলে যে এটি অভ্যাসটি নষ্ট করবে, কিন্তু কেউ কি আমাকে বলতে পারেন যে মোদী যখন ধনীদের টাকা মকুফ করেন তখন তাদের অভ্যাসটি নষ্ট হয়ে যায় না?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *