আগরতলা, ১১ এপ্রিল : পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে আজ ৬ আগরতলা কেন্দ্রের ৮ নং ওয়ার্ড এলাকায় এক পদযাত্রার আয়োজন করা হয়েছে।আজকের পদযাত্রায় উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শম্পা সরকার, প্রদেশ বিজেপির সহ-সভানেত্রী পাপিয়া দত্ত সহ অন্যান্যরা।
প্রদেশ বিজেপির সহ-সভানেত্রী পাপিয়া দত্ত জানিয়েছেন, ১৭ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য সফরকে ঘিরে বিজেপির তরফ থেকে দিকে দিকে ঝড় বইছে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি প্রার্থীদের সর্মথনে সব জায়গায় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।