জলপাইগুড়ি, ১১ এপ্রিল, (হি.স.): কেবল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগানই নয়, পুলিশকে সতর্ক করে দিল উত্তরবঙ্গের বিজেপি।
বৃহস্পতিবার মেটেলির চালসায় যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কনভয় বিজেপির সভার পাশ দিয়ে যায়। সূত্রের খবর, সেই সময় তাঁকে লক্ষ্য করে
‘চোর চোর’ স্লোগান দেওয়া হয়। বিজেপি-র ট্রেড ইউনিয়ন নেতা অরিজিৎ চট্টোপাধ্যায় বলেন, “আমরা আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার সমর্থনে অনুমতি নিয়েই এই পথসভার আয়োজন করি। কিন্তু মমতার সরকারের চটিচাটা পুলিশ মুখ্যমন্ত্রীর কনভয় যাবে বলে আমাদের পথসভা বানচাল করতে এসেছিল। মাইক বন্ধ করতে এসেছিল। এখানকার সমস্ত মানুষ যাঁরা মোদিজিকে ভালোবাসেন, তাঁরা রুখে দাঁড়ান। তাই পুলিশ আমাদের আওয়াজ বন্ধ করতে পারেনি। তাই মাথা নিচু করে চলে গিয়েছে। আজ পুলিশকে বলব, চটিচাটা বন্ধ করুন। সাধারণ মানুষের টাকায় আপনাদের মাইনে, তাই চটিচাটা বন্ধ করুন। আইনশৃঙ্খলা রক্ষা করুন।”

