আগরতলা, ১১ এপ্রিল: লোকসভা নির্বাচনে শাসক দলের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে তেলিয়ামুড়াতেও নির্বাচনে প্রচার বঙ্গে উঠেছে। কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থীর সমর্থনে নির্বাচনের সমাবেশ অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার।
আসন্ন লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক প্রচার তেজী ভাব আনছেন শাসক বিজেপি। যদিও সে ভাবে বিরোধী দলের প্রচার এখনো লক্ষ্য করা না গেলেও শাসক দলের নেতা-মন্ত্রীরা প্রতিদিন নির্বাচনী প্রচার জারি রেখেছে।
পুর্ব ত্রিপুরা আসনে শাসকের জোটের প্রার্থী কৃতি সিং দেববর্মন এর সমর্থনে এক জনসভার আয়োজন করে কৃষ্ণপুর বিজেপি মন্ডল কমিটি ।বৃহস্পতিবার দুপুর নাগাদ কৃষ্ণপুর বিধানসভার গোলাবাড়ি এলাকায় অনুষ্ঠিত হয় এই জন সভা। জন সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ কমিটির সভাপতি রাজীব ভট্টাচার্য।
এছাড়াও উপস্থিত ছিলেন কৃষ্ণপুর বিধানসভার বিধায়ক তথা ত্রিপুরা সরকারের জনজাতি কল্যান দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা,খোয়াই জেলা কমিটির সম্পাদক জয়ন্ত সাহা, খোয়াই জেলা যুব মোর্চার সভাপতি মানিক দেবনাথ, কৃষ্ণপুর মন্ডল সভাপতি তপন নম দাস সহ অন্যান্য নেতৃত্বরা।এদিনের এই নির্বাচনি জনসভায় প্রধান বক্তা রাজীব ভট্টাচার্য উনার বক্তব্যে রাজ্যের পুর্বতন সরকার তথা বাম সরকারের তিব্র সমালোচনা করেন।
তিনি বলেন, একটানা ২৫ বছর এবং আগের ১০ বছর রাজ্যের মানুষকে কেবল বোকা বানিয়ে শাসন করেছেন। গরিবের জন্য কোন কাজ করেনি বাম সরকার। কিন্তু গত ছয় বছরে একটা বিকাশ মুখি সরকার চলছে। কাজেই দেশ এবং রাজ্যকে আরও এগিয়ে নিয়েযেতে মোদিজির হাত কে শক্ত করতে হবে।
তাই আগামী লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনে বিপুল ভোটে জয়ী করে প্রধানমন্ত্রীকে দুটি পদ্মফুল উপহার দিতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।
এদিকে ২৮ নং তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় প্রতিদিন নিজ বিধানসভা এলাকায় নির্বাচনী প্রচার জারি রেখেছেন ।বাড়ি বাড়ির জনসংযোগ উঠানসভা সহ কর্মসূচি জারি রেখেছেন। এছাড়াপ্রায় প্রতিদিন বিভিন্ন এলাকায় চলছে দলত্যাগ কর্মসূচি।
বুধবার রাত ৯ টা নাগাদ তেলিয়ামুড়া বিজেপি মন্ডল কার্যালয়ে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। উক্ত যোগদান সভায় যুব কংগ্রেসের জেলা সভাপতি বিপ্লব সাহা সহ ৮ পরিবারের ৪০ জন ভোটার বিজেপি দলে সামিল হয়। অন্যদিকে বুধবার সন্ধ্যায় করইলং চৌমুহুনী তে এক পথ সভা অনুষ্ঠিত হয় বিজেপি ৩৫ নং বুথ কমিটির উদ্যোগে। এই পথ সভায় দীর্ঘদিনের সি পি আই এম ১৯ পরিবারের ৫৮ জন ভোটার বিজেপি দলে যোগদান করে।
নির্বাচন ঘোষণা হবার পর থেকে ভারতীয় জনতা দলে বিভিন্ন বিরোধী দল ত্যাগ করে যোগদান অব্যাহত রয়েছে তেলিয়ামুড়া বিধানসভা এলাকায়। প্রতিদিন ই বুথ সভা ও উঠান সভাতে সি পি আই এম এবং অন্যান্য দল ত্যাগ করে বিজেপি দলে সামিল হচ্ছে। দুইটি সভায় উপস্থিত ছিলেন বিধায়িকা কল্যানী সাহা রায় সহ বিজেপি তেলিয়ামুড়া মন্ডল এবং বুথ এলাকার নেতৃত্বরা। বিরোধী দল ছেড়ে বিজেপি দলে যোগদান কারিদের হাতে বিজেপি দলের পতাকা ও টুপি পরিয়ে স্বাগত জানান বিধায়িকা সহ অন্যান্য নেতৃত্বরা। বিরোধী শিবির ছেড়ে ভারতীয় জনতা দলে যোগদান সম্পর্কে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে বিধায়িকা কল্যানী সাহা রায় বলেন, ভাররবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজীর জনমুখী কাজ, সব কা সাথ সবকা বিকাশ, এবং সমাজের অন্তিম ব্যাক্তি পর্যন্ত উন্নয়নের সুবিধা পৌছে দেওয়া ইত্যাদি দেখে অনুপ্রাণিত হচ্ছেন মানুষ। মানুষ বুঝতে পারছেন কেন্দ্র এবং রাজ্যে একটা বিকাশ মুখি সরকার চলছে এবং সাধারণ মানুষ তা উপলব্ধি করতে পেরেই প্রতিদিন ভারতীয় জনতা পার্টি তে সামিল হচ্ছে।
এদিকে শাসক-বিজেপির প্রচার অভিযান চোখে পড়লেও অন্যান্য বিরোধী দল গুলির প্রচার অভিযান তেমনভাবে চোখে পড়ছে না।

