Tripura Congress : বিজেপি সরকার ত্রিপুরার যুবকদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে : কংগ্রেস

আগরতলা, ১১ এপ্রিল : বিজেপি সরকার ত্রিপুরার যুবক ও ছাত্রদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। আজ প্রদেশ কংগ্রেস ভবনে সংবাদিক সম্মেলন করে এমনটাই অভিযোগ করেছেন প্রদেশ যুব কংগ্রেসের নেতৃত্বরা।

জনৈক কংগ্রেস নেতা অভিযোগ করেন, বিজেপি সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যুবকদের স্বার্থে বিভিন্ন কাজ করবে। কিন্তু সরকারের মসনদে বসার পর যুবকদের স্বার্থে একটিও প্রতিশ্রুতি পালন করে নি। বরং রাজ্যে বেকার সমস্যা বৃদ্ধি পাচ্ছে।

এদিন তিনি আরও অভিযোগ করেন, ত্রিপুরায় চাকরি নেই, কিন্তু বহিরাজ্যের যুবকরা রাজ্যে আসে ভুয়ো পিআরটিসি করে চাকরি পেয়ে যাচ্ছে।বিজেপি পরিচালিত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। তাই লোকসভা নির্বাচনে বিজেপিকে একটিও ভোট না দেওয়ার আহ্বান করেছেন তিনি। পাশাপাশি ত্রিপুরার দুইটি লোকসভা আসনে ইন্ডি জোটের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন।