সারা ভারত কৃষক সভার ৮৯ তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত

আগরতলা, ১১ এপ্রিল : বিগত কিছু বছর যাবৎ কৃষকদের উপর নির্যাতন করা হচ্ছে। দেশের কৃষকরা ফসলের নায্য দাম পাচ্ছেন না। আজ সারা ভারত কৃষক সভার ৮৯ তম প্রতিষ্ঠা দিবসে এমনটাই অভিযোগ করেছেন ত্রিপুরা রাজ্য কমিটির সহ-সভাপতি মতিলাল সরকার।

আজ মেলারমাঠ কার্যালয়ে সারা ভারত কৃষক সভার ৮৯ তম প্রতিষ্ঠা দিবস ত্রিপুরা রাজ্য কমিটিও পালন করা হয়েছে। সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির অফিসে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য নেতৃত্বরা।

কমিটির সহ-সভাপতি মতিলাল সরকার বলেন, সামগ্রিক দেশের পরিস্থিতি বিবেচনা করে এই প্রতিষ্ঠা দিবস সারা দেশের কৃষিজীবী পরিবারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ১৯৩৬ সালের ১১ এপ্রিল সারা ভারত কৃষক সভার প্রতিষ্ঠা হয়েছিল। তৎকালীন সময়ে জমির অধিকারের জন্য লড়াই চলছিল।