অনূর্ধ্ব ১৫ রাজ্য ক্রিকেটে খোয়াইকে হারিয়ে সদর বি সেমিফাইনালের লক্ষ্যে এগিয়ে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। টানা দ্বিতীয় জয় সদর বি-র। এই জয়ের সুবাদে সদর বি যথারীতি সেমিফাইনালের লক্ষ্যে আরও একধাপ এগোলো। তবে গ্রুপে থেকে চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে খেলার লক্ষ্যে সদর বি-এর ভাইটাল ম্যাচ রয়েছে তেলিয়ামুড়ার বিরুদ্ধে। বুধবারে তেলিয়ামুড়ায় ভগৎ সিং মিনি স্টেডিয়ামে টিসিএ আয়োজিত অনূর্ধ্ব ১৫ রাজ্য ক্রিকেটের গুরুত্বপূর্ণ খেলায় সদর বি ৮ উইকেটে হোয়াইকে পরাজিত করেছে। সকাল সাড়ে নটায় ম্যাচ শুরুতে টস জিতে খোয়াই প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ৪০.৪ ওভার খেলে ১৫১ রানে ইনিংস শেষ করে। দলের পক্ষে দীপ্তনু দাস সর্বাধিক ৪৪ রান পায়। সদর বি-র সন্দীপন দাস ২৭ রানে তিনটি উইকেট এবং আকাশ দেবনাথ, অধিনায়ক অর্পণ ভট্টাচার্য ও দ্বিগবিজয় দেববর্মা প্রত্যেকে দুটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে সদর-বি বিশেষ করে আরিয়ান, সন্দীপনদের প্রশস্ত ব্যাটে সহজে দল জয়ের লক্ষ্যে পৌঁছায়। ৩৪.১ ওভার খেলে দুই উইকেট হারিয়ে সদর বি জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। আরিয়ান ৯৮ বল খেলে ১১ টি বাউন্ডারি হাঁকিয়ে অপরাজিত ভূমিকায় ৭৪ রান সংগ্রহ করে। সন্দীপন ৯০ বল খেলে ৬টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি মেরে ৫৯ রান সংগ্রহ করে দায়িত্বপূর্ণ ব্যাটিংয়ের সৌজন্যে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *