BRAKING NEWS

রাজ্যকে রক্ষা করতে গেলে গণতান্ত্রিক দলের হাতে ক্ষমতা তুলে দিতে হবে: কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল: ত্রিপুরা রাজ্য শেষ হয়ে গেছে। একে রক্ষা করতে হলে গণতান্ত্রিক দলের হাতে ক্ষমতা তুলে দিতে হবে। সারাদেশে ইন্ডিয়া জোট জয়ী হচ্ছে। রাজ্যেও ইন্ডিয়া জোটের পক্ষে ভোট দান করে বিজেপিকে পরাজিত করুন। বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এমনই বললেন  কংগ্রেস নেতৃত্ব পীযূষ কান্তি বিশ্বাস।

তিনি বলেন, গত দশ বছর ধরে রাজ্যে অন্যায় কাল চলছে। এই অন্যায় কালে জিনিসপত্রের মূল্য যেমন বৃদ্ধি পেয়েছে তেমনি সাধারণ মানুষ দ্রব্যমূল্য বৃদ্ধি, কাজের অভাবে এক প্রকার দিশেহারা হয়ে জীবন যাপন করছেন। এমতাবস্থায় গণতান্ত্রিক দলের হাতে শক্তি তুলে দেওয়াই একমাত্র রাস্তা রয়েছে। তা না হলে রাজ্য পতনের দিকে যাবে। তিনি বলেন বিজেপি সরকার গোটা দেশকে ভয় দেখিয়ে প্রভাবিত করে ক্ষমতায় আসীন হয়ে আছে। এর বিরুদ্ধে লড়াই করতে হবে। তিনি বলেন তৃতীয় বার যদি নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হয় তাহলে দেশে আর গণতন্ত্র থাকবে না। তাই গণতন্ত্র রক্ষা এবং সংবিধান রক্ষা করতে ইন্ডিয়া জোটের প্রার্থী আশীষ কুমার সাহা এবং রাজেন্দ্র রিয়াং কে জয়ী করার আহ্বান করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *