আগরতলা, ১০ এপ্রিল: রাতের আঁধারে হাত সাফাই করল চোরের দল।গতকাল রাতে নেতাজি সুভাষ বিদ্যা নিকেতনে চোরের দল হানা দিয়ে গ্যাসের পাইপ লাইন সহ মিটারের সামগ্রী চুরি করে করে পালিয়েছে। চোরের ঘটনাটি প্রকাশ্যে আসতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বিদ্যালয়ের প্রধানশিক্ষিকা জানিয়েছেন, নেতাজি স্কুল এ নিয়ে চার থেকে পাঁচ বার চুরির ঘটনা সংগঠিত হয়েছে। গতকাল রাতেও চুরের দল হানা দিয়েছে। নেতাজি স্কুলের মিড ডে মিলের রুমে ভিতরে ঢুকতে না পারলেও বাইরে থেকে গ্যাসের পাইপ লাইন সহ মিটার সামগ্রী চুরি করে নিয়ে যায়।পরবর্তী সময় গ্যাস কোম্পানি থেকে এসে গ্যাসের পাইপলাইন সিল করে দিয়ে যায় বলে খুব উদ্বেগ প্রকাশ করলেন তিনি।

