ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। সিনিয়র মহিলা ক্রিকেটে দুর্দান্ত জয় পেয়েছে এগিয়ে চলো সংঘ। গ্রুপ লীগে নিজেদের শেষ ম্যাচে নয় উইকেট এর ব্যবধানে দুর্দান্ত জয়ের সুবাদে এগিয়ে চলো সংঘ যথারীতি সেমিফাইনালে খেলা নিশ্চিত করে নিয়েছে। গ্রুপ লীগের নিজেদের চতুর্থ তথা অন্তিম ম্যাচের মাথায় তৃতীয় জয়। এদিকে মামন রবি দাস তার জীবনের সেরা বোলিং করেছে। ত্রিপুরা সিনিয়র মহিলা দলের নির্ভরযোগ্য ক্রিকেটার মামন রবি দাসের। মামনের আগুন ঝরানো বোলিংয়ে গেলো ম্যাচে জয় পাওয়া নিউ প্লে সেন্টার কার্যত কুপোকাৎ হয়ে গেলো। গুটিয়ে গেলো মাত্র ১৪ রানে। যা অনায়াসেই করে নেয় এগিয়ে চলো সঙ্ঘ। তবে ১০ উইকেটে জয় পেতে পারেনি। হারাতে হয়েছে সুতপা দাসের দলকে ১ টি উইকেট। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র মহিলাদের আমন্ত্রণমূলক সীমিত ওভারের ক্রিকেটে। তালতলা মাঠে অনুষ্ঠিত ম্যাচে বুধবার প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে মামনের আগুন ঝরানো বোলিংয়ের সামনে ২২ গজে মাথা তুলে দাড়াতে পারেননি সৈকত লস্করের দলের মেয়েরা। দল মাত্র ১৩ ওভার ব্যাট করে গুটিয়ে যায় ১৪ রানে। দল সর্বোচ্চ ৬ রান পায় অতিরিক্ত খাতে। ওপেনার ক্রিশ্টিনা রেমা সর্বাধিক ৪ রান করেন। দলের ৮ জন ব্যাটসম্যান কোনও রান করতে পারেননি। এগিয়ে চলোর পক্ষে মামন রবিদাস ৬ রানে ৮ টি এবং মৌচৈতি দেবনাথ ৫ রানে ২ টি উইকেট দখল করেন। মামন ১ ওভারে ৪ টি উইকেট নিয়েছেন। প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পেয়েছে। জবাবে খেলতে নেমে ১৫ বল খেলে ১ উইকেট হারিয়ে জযের লক্ষ্যে পৌঁছে যায় এগিয়ে চলো সঙ্ঘ। দলের পক্ষে মৌমিতা সাহা ৬ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ৮ রানে এবং স্নিগ্ধা সরকার ২ রানে অপরাজিত থেকে যান। আসরে ৪ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে এ ডি নগরের সঙ্গে শীর্ষে রয়েছে এগিয়ে চলো সঙ্ঘ। এডি নগর প্লে সেন্টার এবং এগিয়ে চলো সংঘ সেমিফাইনালে খেলা নিশ্চিত করে নিয়েছে।
2024-04-10

