আগরতলা, ১০ এপ্রিল : আগামীকাল ঈদ-উল-ফিতরকে সামনে রেখে আগরতলা শিবনগরস্থিত গেদু মিঞা মসজিদে চলছে প্রস্তুতি।কাল সাড়ে ৮টা থেকে শুরু হবে নামাজ পড়া।
প্রসঙ্গত, ১২ মার্চ থেকে শুরু হয়েছিল মুসলিম ধর্মাবলম্বীদের রমজান মাস। এই একমাস ব্যাপী রমজান শেষে আগামীকাল পালিত হবে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ঈদ-উল-ফিতর। তার আগে এই ঈদ উৎসবকে সামনে রেখে আগরতলা শিবনগরস্থিত গেদু মিঞা মসজিদে চলছে ঈদের প্রস্তুতি। আগামীকাল সকাল ৮:৩০ মিনিটে শুরু হবে নামাজ।

