এশিয়া ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডে বিধ্বস্ত লক্ষ্য সেন

নয়াদিল্লি, ১০ এপ্রিল (হি.স.): বুধবার ভারতীয় তারকা শাটলার বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জয়ী লক্ষ্য সেন চীনের নিংবোতে এশিয়া ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুরুষদের এককে চীনের শীর্ষ বাছাই শি ইউ কুই-এর কাছে সরাসরি গেমে হেরে গেছে। ফলাফল ১৯-২১, ১৫-২১।

এদিকে প্রতিভাবান প্রিয়াংশু রাজাওয়াতও পুরুষদের একক প্রথম রাউন্ডে হেরে গেছেন। রাজাওয়াত মালয়েশিয়ার আট নম্বর বাছাই লি জি জিয়ার কাছে। তিনি হারলেন ৩৯ মিনিটে ৯-২১, ১৩-২১-এ।

এর ফলে টুর্নামেন্টে ভারতীয়দের শুরুটা ভালো হল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *