বাড়ি বাড়ি ভোট প্রচারে দীপক মজুমদার

আগরতলা, ১০ এপ্রিল : ৭ রামনগর বিধানসভার উপনির্বাচনকে কেন্দ্র করে বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদার রামনগর এলাকার ১৯ নং ওয়ার্ড অন্তর্গত ৪০ নং বুথে বাড়ি বাড়ি ভোট প্রচারে গিয়েছেন।

এদিন ভোট প্রচারে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আশা প্রকাশ করেন, ভোটারদের উপস্থিতি এবং স্বতঃস্ফূর্ততা দেখে নিশ্চিত এই উপ নির্বাচনে রামনগর কেন্দ্র থেকে বিপুল ভোটে তারা জয়ী করবেন।

তাঁর দাবি, বিধায়ক হয়ে রামনগরবাসীর বিভিন্ন সমস্যা সমাধান করব এই অঙ্গীকার নিয়েছেন।