নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল: কংগ্রেস দলে যোগদান করলেন বিজেপি দলের প্রাক্তন বিধায়ক অরুণচন্দ্র ভৌমিক। এদিন তাকে দলে বরণ করে নিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রদেশ কংগ্রেস সভাপতি তথা প্রার্থী আশীষ কুমার সাহা, পীযূষ কান্তি বিশ্বাস সহ অন্যান্যরা। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী আশীষ কুমার সাহার সমর্থনে আগরতলা নেতাজী চৌমুহনী এলাকায় এক সভার আয়োজন করা হয়। সেই সভাতেই যোগদান করেছেন তিনি।
এদিনের এই সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং সংবিধান রক্ষার লড়াই এটি। এ লড়াইটা ইন্ডিয়া জোট এবং স্বৈরাচারী বিজেপির মধ্যে। এ লড়াইয়ের জনগণকে জিততে হবে। বৈচিত্রের মধ্যে ঐক্য এ বিষয়টিকে মুছে ফেলতে চাইছে বিজেপি। তারা বিশ্বাস করে “ওয়ান নেশন ওয়ান পোল”। এর ভিত্তিতে বিজেপি বিভাজনের সরকার তৈরি করছে বলে অভিযোগ করেন তিনি।
এদিনের সভায় ইন্ডিয়া জোটের প্রার্থী আশীষ কুমার সাহা এবং রাজেন্দ্র রিয়াং কে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন সদ্য কংগ্রেসের যোগদান করা প্রাক্তন বিজেপি বিধায়ক