শ্রীনগর, ৯ এপ্রিল (হি.স.): ভারত হোক অথবা প্যালেস্টাইন, মুসলিমরা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। উদ্বেগ প্রকাশ করে বললেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স-এর সভাপতি ফারুক আব্দুল্লাহ। বুধবার মুসলিম ধর্মাবলম্বীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে ফারুক বলেছেন, “আমাদের দেশ হোক বা প্যালেস্টাইন, সব জায়গার মুসলমানরা এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। আমি দুঃখিত যে, প্যালেস্টাইনে যখন মানুষ হত্যা হচ্ছে তখন ইসলামী সরকারগুলি নীরব। আল্লাহ তাঁদের সুবুদ্ধি দান করুন এবং তাঁরা জেগে উঠুন, দেখুন মানবতাকে হত্যা করা হচ্ছে।”
ফারুক আব্দুল্লাহ আরও বলেছেন, “আমরা প্যালেস্টাইনের জনগণের পাশে আছি এবং আজ আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছি তাঁরা যেন এই সমস্যা থেকে বেরিয়ে আসেন। আমি প্রার্থনা করেছি, আমার দেশে যেন প্রতিটি ধর্মই ভ্রাতৃত্ববোধ এবং অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধার সঙ্গে একত্রে থাকে… আমরা যদি বন্ধুর মতো (পাকিস্তানের সাথে) বসবাস করতে পারি তবে এটিই উন্নতির একমাত্র উপায়। আল্লাহ মানুষের মনে, তাদের নেতাদের মধ্যেও সেই পরিবর্তন আনুন, কারণ আমরা সবাই ভালো দিন দেখতে চাই।”

