মুম্বই, ৯ এপ্রিল (হি.স.): মহারাষ্ট্রে আসন সমঝোতা হয়ে গেল শিবসেনার উদ্ধব ঠাকরে শিবির, শরদ পওয়ারের এনসিপি-এসসিপি ও কংগ্রেসের মধ্যে। আসন্ন লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রের ৪৮টি লোকসভা আসনের মধ্যে ২১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে শিবসেনার উদ্ধব ঠাকরে শিবির, শরদ পওয়ারের এনসিপি-এসিপি লড়বে ১০টি আসনে এবং কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করবে ১৭টি সংসদীয় আসনে। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা করেছেন উদ্ধব ঠাকরে, শরদ পওয়ার ও কংগ্রেস পৃথ্বিরাজ চাভান।
মহারাষ্ট্রে মোট লোকসভা আসনের সংখ্যা ৪৮, বিজেপিকে জোরদার টক্কর দিতে এবার আসন সমঝোতা করল শিবসেনার উদ্ধব ঠাকরে শিবির, শরদ পওয়ারের এনসিপি-এসসিপি ও কংগ্রেস। মঙ্গলবার ঘোষণা করা হয়েছে, ২১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে শিবসেনার উদ্ধব ঠাকরে শিবির, শরদ পওয়ারের এনসিপি-এসিপি লড়বে ১০টি আসনে এবং কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করবে ১৭টি সংসদীয় আসনে।