অমরপুরে বিজেপি সাংগঠনিক বৈঠক

আগরতলা, ৯ এপ্রিল : আসন্ন লোকসভা নির্বাচনের রণকৌশল নিয়ে অমরপুরে বিজেপি সাংগঠনিক বৈঠকে আলোচনা হয়েছে। আজকের বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য, অমরপুরের বিধায়ক রঞ্জিত দাস সহ অন্যান্যরা।

শ্রী ভট্টাচার্য্য বলেন, আগামী ২৬ এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মা নির্বাচনে প্রতিদ্ধন্দিতা করবেন। তাঁর সর্মর্থনে দলের কর্মীরা বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযান করছেন। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প জনসম্মুখে তুলে ধরছেন।

এদিন তিনি আরও বলেন, তাছাড়া আসন্ন লোকসভা নির্বাচনের রণকৌশল নিয়ে আজকের এই বৈঠক। নির্বাচনকে সামনে রেখে আগামীদিনের রূপরেখা নিয়েও আলোচনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *