ভোটের মুখে দুই রোহিঙ্গা ও তিন পাচারকারী সহ মোট ৫ জন আটক

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৯ এপ্রিল:
দুইজন রোহিঙ্গা ও ৩ পাচারকারী সহ মোট তিনজনকে জালে তুলতে সক্ষম হয়েছে বিশালগড় থানার পুলিশ।
সংবাদে প্রকাশ, সোমবার সন্ধ্যায় বিশালগড় উত্তমভক্ত চৌমুনী নাকা পয়েন্ট থেকে গোপন খবরের ভিত্তিতে এক মারুতি গাড়ি সমেত পাঁচজনকে আটক করেছে বিশালগড় থানার পুলিশ। টিআর০১-ডব্লিউ-০১০৯ নাম্বারের একটি মারুতি গাড়ি দিয়ে ট্রাফিক আইন লঙ্ঘন করে নাকা পয়েন্ট দিয়ে বেরিয়ে যাচ্ছিল ওই পাচারকারীর গাড়িটি।

পুলিশ তাদের পিছু ধাওয়া করে তাদেরকে আটক করে বলে পুলিশ সূত্রে খবর।  দুই রোহিঙ্গা ও তিন
পাচারকারী সহ মোট পাঁচজনকে বিশালগড় থানায় নিয়ে আসা হয়।  পুলিশের প্রাথমিক ধারণা অন্য কোন বড় চক্রের সন্ধান মিলতে পারে এই সমস্ত রোহিঙ্গা এবং পাচারকারীরা। তাদের জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা হারুল আমিন, জাহাঙ্গীর আলম এবং তিন পাচারকারী মোঃ ফারুক মিয়া, আব্দুল কাসেম ও রুবেল মিয়াকে জিজ্ঞাসাবাদ করছে বিশালগড় থানার পুলিশ এ সংবাদ জানান বিশালগড় থানার অফিসার ইনচার্জ রানা চ্যাটার্জী।