মোবাইল চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক চোর

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৮ এপ্রিল: মোবাইল চুরি করে পালাতে গিয়ে জনসাধারণের হাতে ধরা পড়ে উত্তম মধ্যম খেয়েছে চোর। তাকে উত্তম মধ্যম দিয়ে ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দিল সাধারন মানুষ। চৈত্রের বাজারে ধর্মনগরের কালীবাড়ি রোড, সেন্টাল রোড এলাকা জাঁকচমকপূর্ণ। সকাল থেকে রাত পর্যন্ত চলে মানুষের কোলাহল আর ভিড়। এই ভিড়ের সুযোগকে কাজে লাগিয়ে ধর্মনগর সরকারি মহাবিদ্যালয় ছাত্রী পূজা নাথ বাড়ি কদমতলা তার মোবাইল নিয়ে ফারুক উদ্দিন (৩৮) নামে এক যুবক পালাতে গিয়ে ধরা পড়ে যায। তার বাড়ি পার্শ্ববর্তী রাজ্য আসামের হাইলাকান্দি জেলার রামকৃষ্ণ নগরে।

মোবাইল নিয়ে পালাতে গিয়ে ফারুক উদ্দিন ধর্মনগরের জেলা ট্রেজারি অফিসের ভেতরে ঢুকে পড়লে মানুষ তাকে আটক করে। আটক করে তার কাছ থেকে মোবাইল উদ্ধার করা যায়নি, ফলে তাকে উত্তম মাধ্যম দিতে থাকে। সে নাকি মোবাইলটি আরো কাকে দিয়ে দিয়েছে বলে উপস্থিত মানুষদের বক্তব্য। পরিস্থিতি সঙ্গিন হয়ে পড়লে ধর্মনগর থানা থেকে পুলিশ বাহিনী আসে ফারুক উদ্দিনকে ধর্মনগর থানায় নিয়ে আটক করে রাখা হয়। উল্লেখ্য প্রতিবছর চৈত্রের মেলা শুরু হবে একটা অংশের মানুষ ব্যস্ত থাকে ভিড়ের সুযোগকে কাজে লাগিয়ে নগদ টাকা, মোবাইল, সোনা দানা হস্তগত করতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *