ভোটের মুখে কৈলাসহরে যোগদান অব্যাহত

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৮ এপ্রিল: পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে ভোট গ্রহণ আগামী ২৬ এপ্রিল। ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির প্রচার তুঙ্গে উঠেছে। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে সোমবার সকালবেলা কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্রে বিজেপি দলের পক্ষ থেকে একটি নির্বাচনী সভা ও একটি যোগদান সভা অনুষ্ঠিত হয়।

মূলত আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি দলের মনোনীত প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মনকে কিভাবে বিপুল ভোটে জয়ী করা যায় সেইসব বিষয় নিয়ে এদিনের এই নির্বাচনী সভায় আলোচনা করা হয়।

পাশাপাশি এই নির্বাচনী সভার মধ্য দিয়ে একটি যোগদান সভা অনুষ্ঠিত হয়। ২০ পরিবারের মোট ৭৪ জন ভোটার বিজেপি দলে যোগদান করেন এদিন। এই ২০ পরিবারের মধ্যে ১৯ পরিবার সিপিআইএম দল ত্যাগ করে ও এক পরিবার কংগ্রেস দল ত্যাগ করে আজ বিজেপি দলে শামিল হয়।

এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য সরকারের  মন্ত্রী টিংকু রায়, আসন্ন লোকসভা নির্বাচনের পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি দলের মনোনীত প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মন, ঊনকোটি জেলার বিজেপির সভাপতি পবিত্র দেবনাথ, কৈলাসহর বিজেপি মন্ডলের মন্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত, কৈলাসহর পুরপরিষদের ভাইস চেয়ারপারসন নীতিশ দে থেকে শুরু করে বিজেপি দলের অন্যান্য নেতৃত্বরা এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

তাছাড়া রবিবার সন্ধ্যায় আরো এক নির্বাচনী সভায় মন্ত্রী টিংকু রায়ের উপস্থিত তে ২৩১জন ভোটার শাসকদলের বিভিন্ন দল ছেড়ে যোগ দান করে। ছিলেন চন্ডিপুরে মন্ডল সভাপতি শ্যাম কুমার সিনহা ও  সদস্য বিমল কর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *