পার্থ, ৮ এপ্রিল (হি.স.) : ভারত অস্ট্রেলিয়া হকি টেস্ট সিরিজ হবে ৫ ম্যাচের। প্রথম ম্যাচে ভারতকে শোচনীয়ভাবে (৫-১) হারিয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচেও এক চিএ। ভারত হারলো ৪-২ গোলে। তবে সোমবার ম্যাচের বিরতিতে ভারত ২-১ এগিয়েও ছিল। ভারত অধিনায়ক হরমনপ্রীত সিং এদিন তাঁর কেরিয়ারের ১৮০তম গোলটি করেছেন। পার্থ ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অফ হকির তৃতীয় ম্যাচটি খেলা হবে ১০ এপ্রিল।
2024-04-08