নাকা চেকিংয়ে অবৈধ কাঠ বোঝাই গাড়ি উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৮ এপ্রিল: কু‌কিত‌লে ল‌রি বোঝাই বিপুল প‌রিমান চেরাই সেগুন কাঠ  বাজেয়াপ্ত করেছে পুলিশ। ত্রিপুরা থেকে ক‌রিমগ‌ঞ্জে পাচারের পথে বাজা‌রিছড়ার কুকিতল এলাকায় কর্তব‌্যরত পু‌লি‌শের হা‌তে ধরা পড়ল মি‌নি ল‌রি বোঝাই বিপুল প‌রিমান চেরাই সেগুন কাঠ। কুকিতল ও কাঁঠালতলি পুলিশের যৌথ প্রচেষ্টায় এই সাফল‍্য আসে।

জানা গেছে, র‌বিবার রা‌তে এম জেড ০৮-০৮১৫  নম্বরের একটি ডিআই মিনি ট্রাক ত্রিপুরা থেকে বিকল্প সড়‌কে ক‌রিমগঞ্জ অভিমুখে যাবার প‌থে গা‌ড়ি‌টি কুকিতল এলাকায় পৌছালে নাকা চেকিংয়ে থাকা পু‌লিশ কর্মীরা গাড়িটিকে দাঁড় করা‌নোর জন‌্য সিগন‌্যাল দেয়। এ‌তে বিপদ আঁচ ক‌রে গাড়ি চালক সহ পাচারকারিরা সড়‌কের পা‌শে গা‌ড়ি রে‌খে অন্ধকা‌রে গা ঢাকা দেয়। গা‌ড়ি থে‌কে চেরাই সেগুন কাঠ বা‌জেয়াপ্ত হয়। যার কা‌লোবাজারী  মূল্য লক্ষা‌ধিক টাকা।

সোমবার গা‌ড়ি‌টি কাঁঠালতলি পুলিশ ফাড়ির ইনচার্জ রিন্টু গগৈ সম‌ঝে দেন পাথারকা‌ন্দি ফ‌রেস্ট রে‌ঞ্জের চুরাইবাড়ি ফরেস্ট বিট ইনচার্জ সঞ্জয় আ‌হি‌রের কা‌ছে। বর্তমা‌নে কাঠ বোঝাই মি‌নি ল‌রি‌টি বন বিভা‌গের হেফাজ‌তে র‌য়ে‌ছে। এ কা‌ন্ডে গা‌ড়ির মা‌লিক ও চাল‌কের না‌মে বন বিভা‌গের প‌ক্ষে মামলা দা‌য়ের করা হ‌বে ব‌লে খবর পাওয়া গে‌ছে। প্রসঙ্গত উ‌ল্লেখ‌্য যে উক্ত রুট দি‌য়ে সেগুন কাঠ সহ নেশা সামগ্রী পাচা‌রের ঘটনা নতুন নয়।এ‌তে একাংশ প্রশাস‌নিক কর্মী ও পাচার মা‌ফিয়া‌দের যোগসাজ থাকার কথা বার বার প্রমা‌ণিত হ‌লেও সেই ট্র‌্যা‌ডিশন আজও সমানতা‌লে চ‌লে আস‌ছে। এমনই অ‌ভি‌যোগ এলাকার স‌চেতন মহ‌লের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *