ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। শুধু জয়ে ফেরা নয়। সেমিফাইনালের কথা চিন্তা করে রান রেট যতটুকু বাড়ানো যায়। ঠিক সেই বিষয়টা মাথায় রেখেই জুটমিল কোচিং সেন্টার রবিবারে দুর্দান্ত জয় পেয়েছে চাম্পামুড়া কোচিং সেন্টার কে হারিয়ে। ৩৪৬ রানের রেকর্ড পরিমাণ স্কোরের ব্যবধানে জয়। খেলা টিসিএ আয়োজিত সিনিয়র মহিলাদের আমন্ত্রণ মূলক ৫০ ওভারের টুর্নামেন্ট। চতুর্থ ম্যাচের মাথায় জুটমিল কোচিং সেন্টার ফের জয়ে ফিরেছে। প্রথম ম্যাচে ব্লাডমাউথ কে ৪৫ রানে হারানোর পর বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় ম্যাচ লাল বাহাদুরের সঙ্গে ড্র রাখতে হয়েছিল। তৃতীয় ম্যাচে হারের সম্মুখীন হয়েছিল তরুণ সংঘের কাছে। রবিবারে ৩৪৬ রানের বিশাল ব্যবধানের জয়ের সুবাদে জুটমিল কোচিং সেন্টার কে পয়েন্ট তালিকা সেরাদের মধ্যে স্থান করে দিয়েছে। বামুটিয়ায় তালতলা স্কুল গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে রবিবার সকাল ৯ঃ০০ টায় ম্যাচ শুরুতে টস জিতে জুটমিল কোচিং সেন্টার প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ৩৯.২ ওভার খেলে ৩৭৪ রানে ইনিংস শেষ করে। দলের পক্ষে ইন্দ্র রানী জমাতিয়ার দুর্দান্ত শতক উল্লেখযোগ্য। ইন্দ্র রানী ছিয়াত্তর বল খেলে ১৯ টি বাউন্ডারি ও দুইটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১১২ রান সংগ্রহ করে। তাছাড়া, রুম্পা সিং ৪০ বল খেলে বারোটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি মেরে ৭৪ রান পায়। শিউলি চক্রবর্তী ৩৪ বল খেলে বারোটি বাউন্ডারি সহযোগে ৬২ রান সংগ্রহ করে। চাম্পামুড়ার মৌমিতা দে তিনটি, মোনালি শর্মা ও গিয়া মন্ডল দুটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে চাম্পামুড়া কোচিং সেন্টারের ব্যাটার্সরা এতটাই ব্যাটিং ব্যর্থতার পরিচয় দেয়, ২৫.১ ওভার খেলে মাত্র ২৮ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। নিকিতা দেবনাথ ও শিউলি চক্রবর্তীর বিধ্বংসী বোলিং দাপটে চাম্পামুড়া কোচিং সেন্টারের মেয়েরা যেন দাঁড়াতে পারেনি। নিকিতা এক রানে এবং শিউলি নয় রানে চারটি করে উইকেট পেয়েছে। অলরাউন্ড পারফরম্যান্সের নিরিখে শিউলি চক্রবর্তী পেয়েছে প্লেয়ার অফ দা ম্যাচের খেতাব।
2024-04-07

