অনূর্ধ্ব ১৫ রাজ্য ক্রিকেটে আজও ৭ জেলায় ৭ ম্যাচ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। আগামীকাল দ্বিতীয় দিন। অনেকটা শনিবার প্রথম দিনের মতোই আগামীকালও ৭ জেলার সাত মাঠে সাতটি ম্যাচ অনূর্ধ্ব ১৫ রাজ্য ক্রিকেটের। রাজ্যজুড়ে ক্রিকেট টুর্নামেন্টের এই আয়োজন ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের। এক কথায়, আগামীকালও সাত জেলার সাত মাঠে সাতটি ম্যাচে ১৪টি দল মাঠে নামছে প্রথম দিনের মতোই। তেলিয়ামুড়ায় খোয়াই দল খেলবে তেলিয়ামুড়ার বিরুদ্ধে। রানিরবাজার ক্রিকেট মাঠে সোনামুড়া ও সদর-এ পরস্পরের মুখোমুখি হবে। বিশালগড়ে মোহনপুর খেলবে বিশালগড়ের বিরুদ্ধে। ধর্মনগরে গন্ডাছড়া ও কমলপুর পরস্পরের বিরুদ্ধে খেলবে। কৈলাশহরে লং তরাই ভ্যালি ও কৈলাশহরের খেলা। উদয়পুরে অমরপুর খেলবে শান্তির বাজারের বিরুদ্ধে। শান্তিরবাজারে উদয়পুর ও বিলোনিয়া পরস্পরের মুখোমুখি হবে। ১৭ এপ্রিল পর্যন্ত গ্রুপ লীগের খেলা চলবে। চার গ্রুপের সেরা চার দল সেমিফাইনালে পৌছুবে। ইতোমধ্যে প্রথম দিনের খেলায় সদর বি, সদর এ, মোহনপুর, লংতরাইভ্যালি, কৈলাশহর, উদয়পুর এবং বিলোনিয়া নিজেদের প্রথম ম্যাচে জয়ী হয়ে এক ধাপ এগিয়ে রয়েছে।