কিশনগঞ্জ, ৭ এপ্রিল(হি.স.): নদী থেকে এক তরুণের দেহ উদ্ধার ঘিরে রবিবার সকালে চাঞ্চল্য ছড়াল কিশনগঞ্জ সদর থানার রুইধাসা এলাকায়। মৃতের নাম মহম্মদ তনবীর আলম। তিনি রুইধাসার ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ওই তরুণকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।
জানা গিয়েছে, রবিবার সকালে রমজান নদীতে একটি দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। যদিও পরবর্তীতে তাঁরাই দেহটিকে শনাক্ত করেন। ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

